প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০২
তারুণ্যের উৎসব : ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি ২০২৫) সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, টুর্নামেন্টের আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য অ্যাড. নুরুল আমিন খান আকাশ, আহমেদ হাসান আল জায়েদ, জাহাঙ্গীর গাজী, অ্যাড. ইয়াসিন আরাফাত, মারজুক মুঈদ ও জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠক ইখতিয়ার উদ্দিন শিশু।
টুর্নামেন্টে অংশ নিয়েছে আক্কাছ আলী রেলওয়ে একাডেমী, ডিএন উচ্চ বিদ্যালয়, গণি মডেল উচ্চ বিদ্যালয়, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, বাবুরহাট হাইস্কুল এন্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং পুরাণবাজার এমএইচ উচ্চ বিদ্যালয়ের বালক ও বালিকারা। বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে তারুণ্যের উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনকালে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।