বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:১০

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত: দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩

অস্ট্রেলিয়ার আকাশে মৃত্যু ডাক!

প্রতিবেদন : মো. জাকির হোসেন
অস্ট্রেলিয়ার আকাশে মৃত্যু ডাক!
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের কাছে রটনেস্ট দ্বীপের উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই বিদেশি পর্যটকসহ তিনজন নিহত হয়েছেন। নিহত পর্যটকদের একজন সুইজারল্যান্ডের এবং অন্যজন ডেনমার্কের নাগরিক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে বিমানটি রটনেস্ট দ্বীপের থমসন উপসাগরে উড্ডয়নের পরপরই সমুদ্রে তলিয়ে যায়। বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন, যাদের মধ্যে তিনজন নিহত এবং বাকি চারজন আহত হন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, "এটি প্রত্যেকের জন্য নিঃসন্দেহে খুবই কঠিন সময়।" তিনি আরও উল্লেখ করেন, দুর্ঘটনাটি দ্বীপে ছুটি কাটাতে আসা শিশু-পরিবারসহ অনেকের সামনেই ঘটেছে, যা পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করেছে।

প্রাদেশিক পুলিশ কমিশনার কর্নেল ব্লাঞ্চ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। বিমানটি কেন উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলো, তা নির্ণয়ে বিশেষজ্ঞ দল কাজ করছে।

রটনেস্ট দ্বীপ অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা পার্থ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ ধরনের দুর্ঘটনা দ্বীপের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিচয় এখনও সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর বিস্তারিত তথ্য সরবরাহ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা অস্ট্রেলিয়ার বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়