শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫:২৩

ন্যাশনাল হাইওয়ের উপর বিধ্বস্ত বিমান: ইতালির আকাশে মর্মান্তিক বিপর্যয়

মিলানের আকাশে মৃত্যুদূত!

গাড়ির উপর ভেঙে পড়ে আগুনে পুড়ল পরিবার, শিশুসহ ৫ জন নিহত, পাইলটের অলৌকিকভাবে প্রাণরক্ষা

মো. জাকির হোসেন
মিলানের আকাশে মৃত্যুদূত!
ছবি : সংগৃহীত

ইতালির মিলান শহরের কাছে একটি জাতীয় মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। একটি ছোট বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ভেঙে পড়ে চলন্ত গাড়ির উপর, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা শিশুসহ একই পরিবারের কমপক্ষে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটে ইতালির A4 ন্যাশনাল হাইওয়ের উপরে, যেখানে বিমানের পাইলট একটি অ্যারোবেটিক প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে মহড়া দিচ্ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আচমকা নিম্নগতিতে নেমে আসে এবং হাইওয়ের উপর চলন্ত গাড়ির উপর আছড়ে পড়ে।

পুলিশ জানায়, নিহতরা একটি গাড়িতে করে পারিবারিক ভ্রমণে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন শিশু, দুই নারী ও দুই পুরুষ ছিলেন। আগুনের তীব্রতায় গাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে অলৌকিকভাবে বিমানের পাইলট বেঁচে যান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইতালির পরিবহনমন্ত্রী এই ঘটনাকে “জাতীয় ট্র্যাজেডি” বলে অভিহিত করেছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উদ্ধারকারী দল কাজ করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

ইতালির প্রধান সংবাদমাধ্যম RAI ও Corriere della Sera সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই হাইওয়ের পুরো অংশ বন্ধ করে দেওয়া হয় এবং ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে ইটালিয়ান এভিয়েশন অথরিটি (ENAC)।

উল্লেখযোগ্যভাবে, এই বিমানটি ছিল একটি পুরাতন Aeromacchi MB-326 যা সাধারণত প্রশিক্ষণ বা অ্যারোবেটিক শোতে ব্যবহৃত হয়। ঘটনার সময় পাইলট একটি রিহার্সালের অংশ হিসেবে উড্ডয়ন করছিলেন বলে জানা যায়।

ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বিমানটি হঠাৎ করে তীব্র গতিতে নিচে নেমে এসে বিস্ফোরণ ঘটায়। ভিডিওটি ইতালির পুলিশ বিভাগ তদন্তের অংশ হিসেবে সংগ্রহ করেছে।

এই দুর্ঘটনায় ইতালির জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে জাতীয় হাইওয়ের উপর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের মাঝে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমান চলাচল নিরাপত্তা ও রুট প্ল্যানিং বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি তুলেছেন অনেকে।

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের কয়েকটি দেশে এভাবে হাইওয়ের উপর বিমান বিধ্বস্তের ঘটনা নজরে এসেছে। তবে শিশুসহ একই পরিবারের এমন হৃদয়বিদারক মৃত্যু এই প্রথম, বলছেন স্থানীয় সংবাদ বিশ্লেষকরা।

এই রিপোর্টটি প্রস্তুত করতে ইতালির স্থানীয় সংবাদমাধ্যম, সরকারি উদ্ধার বিভাগ ও বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ বিবৃতি পর্যবেক্ষণ করা হয়েছে। ঘটনার তদন্ত ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়