বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৫৫

নৌ পুলিশের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ ৯জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ড্রেজার দিয়ে বালুবহনকারী বাল্কহেডসহ লোকজনকে আটক করে নৌপুলিশ। নৌপুলিশ জানায়, মেঘনা নদীর মোহনপুরসহ বিভিন্ন স্থানে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। প্রতিদিন অভিযান চালানোর পরও বন্ধ করা যাচ্ছে না বালু উত্তোলন। মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার, দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। ওই সময় ড্রেজারে কর্মরত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, নৌপুলিশ প্রতিনিয়ত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। মেঘনা নদীতে অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সকল পুলিশ ফাঁড়ি পালাক্রমে অভিযান পরিচালনা করছে। তিনি আরও জানান, গত দুই মাসে ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অর্ধশত লোক গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ত্রিশের অধিক ড্রেজার জব্দ করা হয়েছে। মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়