প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৪০
গণ-গ্রামীণ বীমার ইলশেগুঁড়ি ইউনিটের পুরস্কার বিতরণ
গণ-গ্রামীণ বীমা ডিভিশন, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড, চাঁদপুর জকের আওতাধীন ইলশেগুঁড়ি ইউনিটের সংগঠকগণ ও ইউনিট ম্যানেজারকে ব্যবসা সফলতায় বিজয়ী হওয়ায় কোম্পানি কর্তৃক প্রেরিত পুরস্কার মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ বিকেলে ইউনিট কার্যালয়ে প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর জকের উন্নয়ন ব্যবস্থাপক কে. এম. লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি ইলশেগুঁড়ি ইউনিটের সংগঠক রুবিনা মরিয়ম, সায়মা মিল্লাত ও নুরজাহান এবং ইউনিট ম্যানেজার মাহমুদা খানমের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসা সফলতায় করণীয় বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য পেশ করেন প্রধান অতিথি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিট ম্যানেজার মাহমুদা খানম।