প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৭
সিনিয়র আরসিওয়াইদের সভা
আজ চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সিনিয়র আরসিওয়াইদের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সিনিয়র আরসিওয়াই ফোরামের ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির, সোহেল স্বপন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র আরসিওয়াই আলেয়া বেগম লাকি, আখতারুজ্জামান খোকা, ফখরুদ্দিন আহমেদ রিয়াজ, আবু সাঈদ কাউসার, রিয়াজুর রহমান রানা, নোয়েল বর্মনসহ আরো অনেকে। সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিটের সহকারি পরিচালক ফাহাদ আল নুর সাজিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুব প্রধান বাবু পাঠান।