বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫

কচুয়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

চৌধুরী ইয়াসিন ইকরাম
কচুয়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ

কচুয়া খিলমেহের গ্রামের বেপারী বাড়ি মাঠে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নববর্ষ ২০২৫ উপলক্ষে ‘ইচ্ছা’ সংগঠনের আয়োজনে শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) এ ম্যাচের আয়োজন করা হয়। খেলায় অবিবাহিত দলের সাথে ৫-১ গোলে জয়লাভ করে বিবাহিত দল।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় বিবাহিত দলের সোহেল মৃধা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় অবিবাহিত দলের রেজাউল গোল করে সমতা আনে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিট ও ৬২ মিনিটে জোড়া গোল করে জুয়েল মৃধা দলকে এগিয়ে নিয়ে যায় ৩-১ ব্যবধানে। খেলার দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আহসান হাবীব ও ৭৮ মিনিটে রিয়াজ বেপারী গোল করে এগিয়ে যান ৫-১ ব্যবধানে। খেলা পরিচালনা করেন রেফারী আশিকুর রহমান। লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ ও জাহিদ সরকার।

প্রীতি ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ সরকার, মাহবুব প্রধান, শামিম আহমেদ বেপারী, সুজন সরকার, কামাল হোসেন, খোরশেদ মৃধা, হারুন পাঠান, আঃ কাদির, কবির পাঠান, জাকির হোসেন ও মো. সাদ্দাম হোসেন।

অবিবাহিত দলের খেলোয়াড়রা হলেন : আরিয়ান হোসাইন প্রধান, রেজাউল ইসলাম, নাহিদ হাসান প্রধান, শাওন পাঠান, জসিম পাঠান, রাজীব পাঠান, নাইম ইকরাম, সাইদুল ইসলাম, রাব্বী ও পাভেল সরকার।

বিবাহিত দলের খেলোয়াড়রা হলেন : মো. আল আমিন, মো. শামিম আহমেদ বেপারী, রুবেল বেপারী, রিয়াজ মাহমুদ শুভ বেপারী, সোহেল রানা, আনোয়ার হোসেন বেপারী, আহসান শিকারী, বাবু মিয়াজী, জুয়েল মৃধা, সোহেল মৃধা, ইব্রাহীম ও হোসেন মৃধা।

প্রীতি ম্যাচে অংশ নেয়া শামিম আহমেদ বেপারী এ প্রতিবেদককে বলেন, আমরা নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকি। গ্রামাঞ্চলে আমরা নিয়মিত খেলাধুলার আয়োজন করে থাকি, যাতে করে সকলের মধ্যে সুসর্ম্পক থাকে এবং যাতে করে উদীয়মানদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ে। ইংরেজি নর্ববর্ষ উপলক্ষে ফুটবল ম্যাচ আয়োজন করায় এলাকার সকল বাড়ি থেকে ছোট-বড় সকল মুরব্বী মাঠে এসে খেলা দেখেন। মাঠে দর্শকদের ছিলো উপচেপড়া ভিড়। আমাদের এ ধরনের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়