প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:০১
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি নির্বাচন ৮ ফেব্রুয়ারি
মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের (রেজি. নং-৭৫/চাঁদ/৯৮) ব্যবস্থাপনা কমিটির তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম এ তফসিল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ১টি, সম্পাদক পদ ১টি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য পদ ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৩ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৬ জানুয়ারি বেলা ১টা, মনোনয়নপত্র বাছাই বেলা ২টা ও খসড়া তালিকা প্রকাশ। মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল ১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে ২০ জানুয়ারি বিকেল ৫টা জেলা সমবায় কার্যালয়ে। মনোনয়নপত্র বাতিল প্রার্থীদের আপিলের শুনানি ২১ থেকে ২৩ জানুয়ারি। আপিলের শুনানি শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ২৬ জানুয়ারি বেলা ১২টায়। প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২৯ জানুয়ারি বিকেল ৪টা ও ভোটগ্রহণ ৮ ফেরুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটকেন্দ্রের স্থান ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তফসিল ঘোষণার সময় উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফারুক আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আবু সাঈদ, আব্দুল মালেক ফরাজী মানিক, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন জুয়েল, কোষাধ্যক্ষ রহমত উল্লাহ সরকার, সদস্য মিজানুর রহমান, মো. মিন্টু, আলাউদ্দিন, নূর মোহাম্মদ খান, এরশাদ ছেংগারচর পৌর যুবদল নেতা বাবু খান, শাহ আলম, সাইফুল বেপারী, মো. হোসেন, আরিফ লস্কর, রজ্জব আলী, ছাত্রদল নেতা তুষার বাবু, রোবেল ঢালী, তানভীরসহ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।