বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৭:২২

গনেশ ভৌমিক নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডে ভূষিত

গনেশ ভৌমিক নেপাল-বাংলাদেশ  ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডে ভূষিত
মতলব ব্যুরো

মতলব দক্ষিণ উপজেলার কৃতী সন্তান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি গনেশ ভৌমিক পুনরায় নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন কর্তৃক নেপাল ইন্টারন্যাশনাল এক্সসিলেন্স গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪-এ ভূষিত হয়েছেন। সম্প্রতি সাংগঠনিক দক্ষতা ও সমাজের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুনরায় এ সম্মাননা পদকে ভূষিত হন। তাঁকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় নেপালের এনবিএফএ প্রেসিডেন্ট দিনদিয়াল রাজীল ও নেপাল ল্যান্ড ম্যানেজমেন্ট মিনিস্টার বল রাম অধিকারীর যৌথ স্বাক্ষরে। ইতিপূর্বে তিনি বেশ ক'টি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া তিনি ল্যান্স এন্ড ম্যান্ডেলা পদকও সাংগঠনিক কাজে লাভ করেছেন। সোমবার (৬ জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে তার এই সম্মাননা লাভের কথা জানান তিনি। আগামী দিনগুলোতে তিনি তার সকল কর্মকাণ্ডে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ সম্মাননা পদকে ভূষিত হওয়ায় মতলব দক্ষিণ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ব্যক্তিজীবনে অকৃতদার গনেশ ভৌমিকের বাড়ি মতলব পৌরসভার কলাদী গ্রামে। তার পিতা মৃত নিত্যগোপাল ভৌমিক ও মাতা মৃত প্রিয়বালা ভৌমিক। দুই ভাই সাত বোনের মধ্যে তিনি সবার কনিষ্ঠ। তিনি মতলব বাজারের ভূইয়া ক্রোকারিজ স্টোরের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত রয়েছেন।

নেপাল- বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ডে ভূষিত গনেশ ভৌমিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়