মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০২

রায়পুরে পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন উদ্বোধন

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর।।
রায়পুরে পূবালী ব্যাংকের তিনদিনব্যাপী ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন উদ্বোধন
পূবালী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন উদ্বোধন করা হয়ে।

আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদানের জন্যে পূবালী ব্যাংকের লক্ষ্মীপুরের রায়পুর শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তিনদিনব্যাপী ডিজিটাল প্রোডাক্ট ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

প্রথমদিন প্রায় ৫০ জন শিক্ষক ও একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফ্রি একাউন্ট করেছেন।

পূবালী ব্যাংকের পণ্য ও সেবা প্রদর্শনের এই আয়োজনে ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার এ ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় রায়পুর সরকারি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সৈয়দ মো. আরশাদ আলী, পূবালী ব্যাংক পিএলসির রায়পুর শাখার ব্যবস্থাপক মশিউর রহমান শাহিন ও রায়পুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ সহ অত্র ব্যাংক এবং কলেজের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং দৈনন্দিন জীবনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ৫০১টি শাখা, ১৭২টি উপশাখা, ১৭টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় ৯ হাজার সুদক্ষ নিবেদিত কর্মী বাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়