প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২
সাবেক এমপি প্রফেসর এম আবদুল্লাহ গুরুতর অসুস্থ
জেলা বিএনপির সুস্থতা কামনা

চাঁদপুর সদর আসনে বিএনপি মনোনীত সাবেক দুবারের সংসদ সদস্য প্রফেসর এম আবদুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁরা জানান, এই গুণী ব্যক্তির অসুস্থতায় আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্যে মহান আল্লাহর দরবারে দোয়া করি এবং দলীয় নেতা-কর্মীসহ চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আহ্বান জানাই।
|আরো খবর
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সাবেক এমপি প্রফেসর এম আব্দুল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখবেন।
প্রফেসর মোহাম্মদ আবদুল্লাহ (জন্ম ১ জানুয়ারি ১৯৩৭) ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ২৬৩-চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুবার ব্যাপক সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন।