বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:০৫

অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন কাদের পলাশ ও ফরিদ হাসান

অনলাইন ডেস্ক
অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার পেলেন কাদের পলাশ ও ফরিদ হাসান
অতিথিদের কাছ থেকে অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার গ্রহণ করেন লেখক কাদের পলাশ ও মুহাম্মদ ফরিদ হাসান।

শনিবার (৪ জানুয়ারি ২০২৫) রাজধানীস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ প্রদান করা হয়েছে। এবার ৪টি বিভাগে এ পুরস্কার পেয়েছেন ১৫জন লেখক। এর মধ্যে প্রবন্ধ বিভাগে পুরস্কার পেয়েছেন চাঁদপুরের কাদের পলাশ ও মুহাম্মদ ফরিদ হাসান। রূপশ্রী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক আবু এম ইউসুফ। বিশেষ অতিথি ও আলোচক ছিলেন কথাসাহিত্যিক ইসহাক খান, নীরু শামসুন্নাহার, মণীশ রায়, সরকার আবদুল মান্নান, শোয়েব শাহরিয়ার, গোলাম কিবরিয়া পিনু, মোজাম্মেল হক নিয়োগী ও স্বকৃত নোমান। অনুপ্রাণন সম্পাদনা পর্ষদের অন্যতম সদস্য সদ্য প্রয়াত সুলতানা শাহরিয়া পিউকে নিয়ে স্মৃতিচারণ করেন পিউর ঘনিষ্ঠ সহচর রুখসানা কাজল, আমিরুল বাসার ও মারুফ রায়হান। কাব্যগ্রন্থ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন মনিকা মারইয়াম (নীল সমুদ্র স্নানে), ফাগুন মল্লিক (সন্তের মতো একা), নুসরাত জাহান চ্যাম্প (ছন্দে বাঁধা দ্বিধা), হাসনাইন হীরা (ব্রাত্যভিটার নকশা) ও এমরান হাসান (মোহনীয় মৃত্তিকাগণ)। গল্প বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন- নিবেদিতা আইচ (প্রজা কাহিনি), ফরিদুল ইসলাম নির্জন (সে শুধু আড়ালে থাকে), আরিফুল আলম (আধ্যাত্মিক), আহাদ আদনান (সেদিন বর্ষাকাল) ও জয়শ্রী সরকার (ঈশ্বরকে বল দুঃখী ডাকছে)। উপন্যাস বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন কামরুল হাছান মাসুক (শরণার্থী), মিলন আশরাফ (ভাগ্য এক কৌতুকের নাম) ও আলিফা আফরিন (বহুরূপী)। প্রবন্ধ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন মুহাম্মদ ফরিদ হাসান (চিত্রকলার জগৎ) ও কাদের পলাশ (চাঁদপুরের সংস্কৃতি, লোককথা ও অন্যান্য)। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের উত্তরীয় পরিয়ে দেয়ার পাশাপাশি তাদের সম্মাননা স্মারক (প্রত্যয়নপত্র), উপহার ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। লেখক সম্মেলন, নির্বাচিত বই আলোচনা, পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়