প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২১:৪০
চাঁদপুর জেলা স্কাউট সংস্কারে জেলা প্রশাসককে প্রস্তাবিত সংস্কারপত্র প্রদান
সোমবার (৬ জানুয়ারি ২০২৫) চাঁদপুর জেলা স্কাউটস-এর শতাধিক সচেতন স্কাউট নিয়ে বর্ণাঢ্য র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই অভিযান শেষ করে জেলা প্রশাসকের নিকট জেলা স্কাউট সংস্কারের জন্যে একটি সংস্কারমূলক প্রস্তাবনাপত্র প্রদান করা হয়। এই পত্রে জেলা স্কাউটসকে ও স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা উল্লেখ করা হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক ও এডহক কমিটির সদস্য সচিব পূরবী সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্যাট মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ম সম্পাদক মো. আরিফ হোসাইন। এছাড়া মারিয়া আক্তার, ভুবন পাটোয়ারী, রাফসান সাকিব, মোঃ মাহাথির সজিব আহমেদ, নাহিদ খানসহ চাঁদপুরের সচেতন স্কাউটসগণ উপস্থিত ছিলেন।