বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৮

চাঁদপুর স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুর স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) ৪টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়। ৩ জানুয়ারি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ধূমকেতু ও রানারআপ রেইনবো নেশানকে ট্রফি তুলে দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ অন্য নেতৃবৃন্দ। চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে অংশ নেয়া দলগুলো হলো : রেইনবো নেশান, অলস্টার, টিম ডাকাতিয়া ও ধূমকেতু। দলগুলোর হয়ে অংশ নেয়া খেলোয়াড়রা হলেন : ঈমান এইচ গাজী, ইসমাইল হোসেন পাটওয়ারী, এমএইচ শাকিল, জিয়াউর রহমান সোহাগ, মেহেদী হাসান রনি, ইমরান, জিসান, শিপন, পরশ, শাহরিয়ার, সোহেল গাজী, মামুন খান, সিজন, রুদ্র পলাশ, আল-আমিন মুন্সি, আবু হানিফ কাকন, ফয়েজ ঢালী, জাকারিয়া, তানিম, সোহেল রানা, পারভেজ, প্রশান্ত, নাইমসহ অন্যরা। স্টেডিয়ামে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা ছাত্রদলের অধীনস্থ সকল ইউনিটের নেতা-কর্মী উপস্থিত থেকে অংশ নেয়া দলের খেলোয়াড়দের উৎসাহ দেন। মাঠে খেলতে নামা ক্রিকেটাররা ব্যাটে-বলে চার-ছক্কার খেলায় দর্শকদের আনন্দ দেন। অংশ নেয়া ছাত্রদলের নেতা-কর্মীরা মাঠে খেলতে নামেন গ্রুপ করে। টুর্নামেন্ট নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, সারা বাংলাদেশেই খেলাধুলার উন্নয়নের জন্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ৪টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করি। টুর্নামেন্টের খেলাগুলোতে দলের নেতা-কর্মীরা ভালোই ক্রিকেট খেলেছেন। খেলাধুলার মাধ্যমে বন্ধন সৃষ্টি হয় এবং সুসম্পর্ক গড়ে উঠে। আমরা নিয়মিত মাঠে খেলাধুলা চালিয়ে যেতে চাই এবং নিজেরাও খেলাধুলার সাথে জড়িত থাকবো। খেলা দেখতে আসা চাঁদপুর জেলা, পৌর ও বিভিন্ন উপজেলার ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন, আমাদের প্রতিটি উপজেলায় যারা ছাত্রদলের সাথে জড়িত আছে এবং নিয়মিত খেলাধুলা করে তাদেরকে নিয়ে যদি প্রথমে উপজেলা এবং পর্যায়ক্রমে জেলাতে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, তাহলে অনেকেরই খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়