প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩
মাছ ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার: জনগণের মধ্যে আতঙ্ক
|আরো খবর
দোহারের ঢাকা দোহার সড়কে রোববার ভোররাতে ছিনতাইকারীদের কবলে পড়েন দুই মাছ ব্যবসায়ী এবং তাদের অটোরিকশা চালক। মুন্সিগঞ্জ থেকে মাছ কিনতে রওনা হওয়া দুই ব্যবসায়ীকে ছিনতাইকারীরা রাস্তা আটকে আক্রমণ চালায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে মোড়ল বাড়ির সম্মুখে। ছিনতাইকারীরা সড়কের উপর গাছ ফেলে রাস্তা অবরোধ করে উৎপেতে ছিল। অটো রিকশাটি সেখানে পৌঁছামাত্রই তারা আক্রমণ চালায়। তবে ব্যবসায়ীরা বিপদ বুঝতে পেরে দৌড়ে নিরাপদে পালাতে সক্ষম হন।
অপরদিকে, অটোরিকশাচালক ছিনতাইকারীদের হাতে পড়েন এবং তাদের দ্বারা মারধরের শিকার হন। ছিনতাইকারীরা তার পকেট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, দোহার সড়কে নিরাপত্তাহীনতার ঘটনা ক্রমাগত বাড়ছে। পুলিশ প্রশাসনের নজরদারি বৃদ্ধি না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
দোহার থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।
প্রশ্নবিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা: এ ঘটনার পর থেকে সড়কে চলাচলকারী যানবাহন ও ব্যবসায়ীদের মধ্যে ভয় বিরাজ করছে। বিশেষ করে, রাত্রিকালীন যাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।
মাছ ব্যবসায়ীগন নিরাপদে ফিরে আসতে পারলেও, এই ধরনের ঘটনা সড়কের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
সম্পাদনায় : মো. জাকির হোসেন