প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ২১:২৮
রাজারগাঁওয়ে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও আমোরিকা প্রবাসী আবুল হাসানাত মিয়ার সার্বিক পরিচালনায় ও অর্থায়নে দক্ষিণ- পশ্চিম রাজারগাঁওয়ে ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি ২০২৫) দুপুরে ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। তিনি বলেন, দলের জন্যে যাদের শ্রম ও ত্যাগ আছে এবং দীর্ঘ ১৭ বছর মামলা-হামলায় দিন অতিবাহিত করেছেন, তারা দলে মূল্যায়িত হবেন। আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী। উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন মেহেদী হোসেন সিয়াম। অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব মো. আব্দুস সোবহান মিয়ার কবর জেয়ারত করেন নেতৃবৃন্দ।