সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০২:৪৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ঢালিউডের মণির মৃত্যুতে ঢালিউড শোকসাগরে

মো.জাকির হোসেন
ঢালিউডের মণির মৃত্যুতে ঢালিউড শোকসাগরে
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা রহমান শনিবার (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

অঞ্জনা রহমান গত ১০ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। ফলে গত বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রক্তে সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

দীর্ঘ ক্যারিয়ারে বর্ণাঢ্য অবদান

অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্রে একজন অনন্য নায়িকা হিসেবে সুপরিচিত। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া ‘দস্যু বনহুর’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রজীবন শুরু হয়। এরপর তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা অঞ্জনা দেশীয় চলচ্চিত্র ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা প্রথম বাংলাদেশি নায়িকা হিসেবে তিনি অনন্য।

‘পরিণীতা’ ও ‘গাঙচিল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়া, অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে ভক্তদের মনে অমর করে রেখেছে।

শোকের ছায়া চলচ্চিত্র অঙ্গনে

অঞ্জনার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন দক্ষ অভিনেত্রী এবং মহান ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করছেন।

তার জানাজার সময় ও স্থান শিগগিরই জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তথ্যসূত্র: শিল্পী সমিতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়