প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৮
ফরিদগঞ্জে গৃহবধূ ও যুবকের আত্মহত্যা
ফরিদগঞ্জ থানা পুলিশ সাহিদা বেগম(৪৮) নামে তিন সন্তানের জননীর ও মানিক শর্মা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫ ) এই দুজনের লাশ উদ্ধার করে শনিবার (৪ জানুয়ারি ২০২৫) পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর পাঠিয়েছে। সাহিদা বেগম সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তপদার বাড়ির সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী এবং মানিক শর্মা সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাড়ির হরিদয়াল শর্মার ছোট ছেলে। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী সাহিদা বেগম (৪৮) শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) বিকেলে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন নিকটস্থ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাহিদার ভাই ফয়েজ জানান, আমার বোনের জামাই সৌদি আরব জেলখানায় রয়েছে। আমার ভাগিনার সাথে ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ছিলো। আমার বোন অভিমান করে ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যা করেছে। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে এক মেয়ে। অন্যদিকে শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫) নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে মানিক শর্মা আত্মহত্যা করেন। মানিকের মা মঞ্জু রানি শর্মা জানান, দুপুরে আমি খাবার খাওয়ার জন্যে মানিককে ডাকাডাকি করি। পরে খাবার খাবে বলে আমাকে জানায়। আমি ও আমার বড়ো ছেলের বউ একসাথে খাবার খেয়ে ঘরের বাইরে যাই। কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকাডাকি করি। এরপর ঘরে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ, জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলে আড়ার সাথে ফাঁস দিয়ে ঝুলে আছে বলে দেখতে পাই। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সাহিদা বেগমের মৃতদেহ উদ্ধার করে এবং যুবক মানিক শর্মার লাশ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।