মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:২৬

ফরিদগঞ্জে এতিম ও মাদ্রাসার শিশুদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে এতিম ও মাদ্রাসার শিশুদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও
তীব্র শীতে কষ্ট পাওয়া ফরিদগঞ্জের ধানুয়া রহিমিয়া তালিমুন্নেছা মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

পৌষের তীব্র শীতে এতিম ও মহিলা মাদ্রাসার শিশু শিক্ষার্থী এবং শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের হাতে শীত নিবারণের জন্যে কম্বল তুলে দিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় তাঁর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবসহ সংশিষ্ট কর্মকর্তা ও এতিমখানার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র ও অসহায় মানুষ। বিশেষ করে এতিম শিশুরা বেশি কষ্ট পাচ্ছে। সেদিকে খেয়াল রেখে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া রহিমিয়া তালিমুন্নেছা মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে রোববার (৫ জানুয়ারি ২০২৫) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে শিশুদের হাতে কম্বল তুলে দেন। এছাড়া রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শীতার্ত কিছু লোকজনের গায়ে কম্বল জড়িয়ে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়