বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬

চাঙ্গা হয়ে উঠেছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা

কামরুজ্জামান টুটুল
চাঙ্গা হয়ে উঠেছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা

গত নভেম্বর মাসের শেষ দিকে এডহক কমিটি গঠনের পর থেকে ফের চাঙ্গা হয়ে উঠেছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। ইতোমধ্যে সংগঠনটি মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছে। সংস্থার সদস্যদের সক্রিয় অংশগহণে গত ৩০ ডিসেম্বর তারুণ্যের উৎসবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত ডিসেম্বরে গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. আবুল খায়ের, মো. শাকিল হোসেন সুমন ও ফয়সাল হোসেন হৃদয়।

এই এডহক কমিটি গঠনের পর আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। উক্ত টুর্নামেন্টে উপজেলার ৮টি কলেজ অংশগ্রহণ করে এবং উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে খেলা সম্পন্ন করা হয়। খেলায় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ চ্যাম্পিয়ন ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ রানারআপ হয়। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও পরিকল্পনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জানুয়ারি (২০২৫) মাসে মাসব্যাপী তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে ভলিবল, সাঁতার, ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি ও বাস্কেটবল প্রতিযোগিতা ও যুব সমাবেশের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়