মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:০০

ধনাগোদা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাহবুব আলম লাভলু।।
ধনাগোদা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মতলব উত্তরে ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করছে নৌ-পুলিশ।

মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি ২০২৫) কালিরবাজার সংলগ্ন ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে বেলতলী নৌ-পুলিশ।

জানা যায়, রোববার (৫ জানুয়ারি ২০২৫) দুপুরে দাউদকান্দি উপজেলার বাজারখোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রীজ থেকে দেখেন নদীতে লাশ ভাসছে। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন বালা ও এএসআই মানিকসহ সঙ্গীয় ফোর্স ট্রলারযোগে শ্রীরায়েরচর ব্রীজ সংলগ্ন নদীতে খুঁজতে থাকেন। পরে কালিরবাজার লঞ্চঘাটের দক্ষিণ দিকে ধনাগোদা নদীর মাঝখান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন।

পুলিশের ধারণা, যুবকের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। লাশের শরীরে পচন ধরেছে । এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান, এ বিষয়ে তিনি অবগত আছেন। বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি কাজ করছে। লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়