প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৪
সিসি ক্যামেরায় চোর শনাক্ত ও মালামাল উদ্ধার
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসার তালা কেটে দুর্ধর্ষ চুরি
চাঁদপুরে দিনে দুপুরে ও রাতের আঁধারে জানালার গ্রিল কেটে এবং দরজার তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটছে।
এবার সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত হলে রোববার (৫ জানুয়ারি ২০২৫)
চুরিকৃত মালামাল উদ্ধারসহ চোরকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
চাঞ্চল্যকর চুরির এই ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের লেডি দেহলভী গার্লস হাইস্কুলের পিছনে।
ফ্ল্যাট বাসায় দিনে দুপুরে তালা কেটে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও ৪৮ ইঞ্চি এলইডি টিভি চুরি করে নিয়ে যায় চোর। অতঃপর
সিসি ক্যামেরার ফুটেজে চোরকে শনাক্তের পর অবশেষে মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে এস আই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নাসির গাজী নামে একজনকে আটক করে। পরে পুলিশ চোরকে সাথে নিয়ে ৭ নং ওয়ার্ড জামতলা কয়লা বাগান এলাকায় চোরের বাড়িতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ, মালামাল ও তালা কাটার সরঞ্জাম ড্রিল মেশিন উদ্ধার করে। এ সময় পুলিশ চুরির সাথে সম্পৃক্ত আসামি নাসির গাজীর মা নাজমা বেগমকেও এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে।
গত ২৬ ডিসেম্বর লেডি দেহলভী স্কুলের পিছনে ভাড়াটিয়া ওয়াসিম বেপারীর স্ত্রী তানজিলা বেগম বাবার বাড়িতে বেড়াতে গেলে সেই সুযোগে দুপুরে চোর নাসির গাজী বাসার তালা কেটে স্বর্ণ, টাকা ও টিভি নিয়ে পালিয়ে যায়। এ সময় সিসি ক্যামেরার ফুটেজে তার চুরির ঘটনার পর মালামাল নিয়ে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে। পুলিশের হাতে আটক হওয়া চোর নাসির গাজী ৭ নং ওয়ার্ড জামতলা কয়লা বাগানর বাসিন্দা বিল্লাল গাজীর ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, নাছির গাজী তার নাম পরিচয় গোপন রেখে বিভিন্ন জায়গায় চুরি করে বেড়ায়। এর পূর্বে বেশ কয়েকবার তাকে পুলিশ আটক করলেও সে বেরিয়ে এসে পুনরায় চুরি করছে। চোরের মা নাজমা বেগম ভিক্ষা করার নাম করে বিভিন্ন বাসায় গিয়ে যেখানে তালা মারা দেখতে পায় সেই সন্ধান তার ছেলেকে জানায়। পরে ছেলে নাছির গাজী দিনে দুপুরে তালা কেটে চুরি করে পালিয়ে যায়। এই চোরের সাথে আরো কেউ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় সিসি ক্যামেরা ফুটেছে চোর শনাক্তের পর অবশেষে নাছির গাজীকে আটক করা হয়েছে। তার বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাইকৃত মালামাল ও তালা কাটার মেশিন যন্ত্রাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই ঘটনায় ওয়াসিম বেপারী বাদী হয়ে থানায় চুরি মামলা দায়ের করেছে।