প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৬
কোস্ট গার্ড, চাঁদপুর-এর সফল অভিযান
গোসাইরহাটে ১ কোটি ৩১ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার
শরিয়তপুর জেলার গোসাইরহাটে জালের গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (৫ জানুয়ারি ২০২৫) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এইদিন সকাল ১১ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলাধীন দাসের জংগল বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাজারটির জালের গোডাউন এবং দোকান তল্লাশি করে আনুমানিক এক কোটি একত্রিশ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।