প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৪২
চাঁদপুর নৌ-চ্যানেলে যুক্ত হলো ১৯ পাইলট
চাঁদপুর নৌ-চ্যানেলে যুক্ত হয়েছে ১৯ জন পাইলট। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শ. ম. মাহাফুজ উল আলম মোল্লা। পাইলট যুক্ত হওয়ায় সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ও নৌ-পথে দুর্ঘটনা হ্রাস পাবে বলে মাহফুজ উল আলম মোল্লা জানান, গণমাধ্যমে প্রতিবেদন দেখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ দ্রুত ১৯ জন পাইলটকে চাঁদপুর অঞ্চলে পদায়ন করেছে। এ নিয়ে ৬৩ জন পাইলট এখন থেকে চাঁদপুর নৌ-পথে পণ্যবাহী লাইটার জাহাজ, ওয়েল ট্যাংকার, কার্গো জাহাজ ও কোস্টার জাহাজগুলোতে দিক-নির্দেশনা দিতে পারবেন।
|আরো খবর
সম্প্রতি চাঁদপুরে জাহাজে আলোচিত সাত খুনের ঘটনার আল-বাখেরা জাহাজটিতে নেওয়া হয়নি পাইলট। মাস্টারের ওপর নির্ভর করেই নৌ-পথ পাড়ি দেয় মালবাহী আল-বাখেরা জাহাজটি। এভাবেই চাঁদপুরসহ দেশের অভ্যন্তরীণ নৌ-রুটে পাইলট ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌ-যানগুলো। এতে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। নৌ-পথে বাড়ছে নিরাপত্তা ও চলাচলে ঝুঁকি। পণ্যবাহী জাহাজে একজন পাইলটকে প্রতি বিটে সরকারি ফি বাবদ দিতে হয় ৫০০ টাকা। সরকারি এই ফির বিনিময়ে পাইলট নৌ-পথ দেখিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করে থাকেন। চট্টগ্রাম বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ চাঁদপুর নৌ-চ্যানেল হয়ে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ গেলে ৬ বিটে দিতে হয় অন্তত ৩ হাজার টাকা। সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।