মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২২:৩৭

পিতা-মাতাকে মারধর ও ভরণপোষণ মামলায় ছেলে আটক

পিতা-মাতাকে মারধর ও ভরণপোষণ মামলায়  ছেলে আটক
ছবি : প্রতীকি
অনলাইন ডেস্ক

চাঁদপুরে পিতা-মাতাকে মারধর, খোঁজখবর না নেয়া ও ভরণপোষণ মামলায় ইয়াসিন রাঢ়ি নামে এক পাষণ্ড ছেলেকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নির্দেশে এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে

লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে ইয়াসিনকে আটক করে থানা নিয়ে আসে। পিতা-মাতাকে মারধর ও ভরণপোষণ না দেয়ার অভিযোগে ২০২২ সালে ইয়াসিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়, যার মামলা নং জি আর ১১৫/২২।

পিতামাতা, ভরণ পোষণ আইন ২০১৩- এর ৫(১) এই ধারায় দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ছেলে ইয়াসিনকে পুলিশ আটক করতে সক্ষম হয়। পুলিশের হাতে আটক হওয়া ইয়াসিন রাঢ়ি লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের

মৃত হাফেজ রাঢ়ির ছেলে।

ভরণপোষণ মামলা ছাড়াও ইয়াসিনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে। যার নাম্বার জি আর ১৪২/২১। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

মডেল থানার ওসি বাহার মিয়া জানান, পিতা-মাতাকে অবহেলা, মারধর ও ভরণপোষণ না দেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত ইয়াছিন রাঢ়িকে এক মাসের সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত ।

সেই মামলায় ওয়ারেন্ট মূলে ইয়াসিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়