প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:০৬
ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি মুন্সীগঞ্জ জেলা (দক্ষিণ) ২০২৫ এর কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাংবাদিকদের একতাবদ্ধ কণ্ঠ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ফৈনপুরে ন্যাশনাল মানবাধিকার অপরাধ দমন সাংবাদিক সোসাইটি মুন্সীগঞ্জ জেলা (দক্ষিণ) ২০২৫ কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মানবাধিকার সুরক্ষায় করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
গত ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন খান। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস মস্তান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম তালুকদার, মোঃ জসিম উদ্দিন শেখ, মোঃ সুমন শেখ, মোঃ সেলিম হোসেন, অ্যাডভোকেট লাইলী আক্তার, মাহবুব আলম, সান্ত্বনা বেগম, আওলাদ হোসেন টিটু, ও মোঃ লিটন।
সভায় শ্রীনগর ও লৌহজং উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মানবাধিকার সংরক্ষণ এবং সাংবাদিকদের দায়িত্ব পালন নিয়ে আলোচনা করেন।
বক্তারা মানবাধিকার রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধির গুরুত্ব এবং অপরাধ দমন সাংবাদিকতার ভূমিকা নিয়ে তাদের মতামত প্রদান করেন। সভায় মানবাধিকার সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে কমিটির পরিচিতি ঘোষণা করা হয় এবং উপস্থিত সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।