প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৪২
কচুয়া উত্তরাঞ্চল বিএনপির জনসভা
অন্তর্বর্তীকালীন সরকারকে অচিরেই নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি : ড. আ ন ম এহসানুল হক মিলন
কচুয়া উত্তরাঞ্চল বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকেলে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি তাঁর বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অচিরেই জাতীয় সংসদ নির্বাচন দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের জন্যে অতীব জরুরি বিষয়গুলো সংস্কার যেখানে করা দরকার তা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।শিক্ষার্থীদের ২০২৫ সালের পাঠ্যপুস্তক বিতরণ বিলম্বিত হলেও অচিরেই এ সংকট সমাধান করে শিক্ষার্থীদের নতুন বছরের বই দেয়ার আহ্বান জানান। বিএনপি নেতা আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির একাংশের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব অ্যাড. আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি খায়রুল আবেদীন স্বপন। জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মতিন মোল্লা, মো. গোফরান, উপজেলা যুবদলের একাংশের সভাপতি আ. ছালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবীব উন নবী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, যুবদল নেতা বিল্লাল হোসেন, শ্রমিক দলের একাংশের সভাপতি মো. মানিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা মিয়াজী, উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি ইসমাইল হোসেন আবেগ ও সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি ।