রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

মতলবে ব্যানারে বঙ্গবন্ধুর ছবি থাকায় প্রধান শিক্ষককে শোকজ

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ব্যানারে বঙ্গবন্ধুর ছবি থাকায়  প্রধান শিক্ষককে  শোকজ

মতলব পৌর এলাকায়  দূরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারুল রানীকে বুধবার (১ জানুয়ারি ২০২৫)  কারণ দর্শানোর নোটিস ( শোকজ) করা হয়েছে। বিদ্যালয়ের  মা সমাবেশ ও মতবিনিময় সভার ব্যানারে বঙ্গবন্ধুর ছবি থাকায় উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার নাজমুন নাহার  তাকে এ শোকজ  করেন।

জানা যায়,  ২০২৫ সালের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণের  জন্যে গত  ১ জানুয়ারি মা সমাবেশ ও মতবিনিময় সভার  আয়োজন করা হয়। সেখানে এলাকার রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত  ছিলেন। ওই অনুষ্ঠানে যে ব্যানার সাঁটানো হয়, সেখানে বঙ্গবন্ধুর ছবি ছিলো। অনুষ্ঠান শেষে এ ছবি  প্রধান শিক্ষিকার আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রচার করা হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  দৃষ্টিগোচর হয়। অন্তর্বর্তীকালীন সরকারের এ সময়ে এমন ছবির বিষয়টি নজরে পড়লে একাধিকজন  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে  অবগত করে। যার প্রেক্ষিতে  নির্দেশনা অনুসরণ না করে ব্যানার করায়  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  নাজমুন নাহার ওই প্রধান শিক্ষককে শোকজ করেন।

প্রধান শিক্ষক পারুল রানী বলেন, মনের ভুলে আমি পূর্বের ব্যানারটি টানিয়েছিলাম। পরে আমি পোস্টটি ডিলিট করে দিই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার জানান, বিদ্যালয়ের মা সমাবেশ ও মতবিনিময় সভার ব্যানারে বঙ্গবন্ধুর ছবি দেয়ায় ওই প্রধান শিক্ষিকাকে শোকজ করা হয়েছে।  তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়