মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা

পলাশ দে ॥
রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঁদপুর সাহিত্য পরিষদের কুইজ প্রতিযোগিতা
চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ বাস্তবায়নের ধারাবাহিকতায় চাঁদপুর সাহিত্য পরিষদের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর সদরের বিষ্ণুপুর ইউনিয়নে ২নং রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তারের সঞ্চালনায় এ আয়োজনে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়নের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক বই উপহার তুলে দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা, হাবিবা সুলতানা, তাছলিমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়