প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৬
ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নে সংঘবদ্ধ কিশোর গ্যাং ও মাদকসেবীদের হামলা এবং মারামারিতে পার্শ্ববর্তী এলাকার একই বাড়ির তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) রাত ৮টার দিকে ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আনন্দ বাজারের পাশে জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাহাদাত হোসেন, (পিতা সিরাজুল ইসলাম), সবুজ হোসেন (পিতা নুরুজ্জামান), ফরহাদ হোসেন (পিতা ফরিদ আহমেদ)। এরা তিনজনই দিকদাইর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা। হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো-৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আনন্দ বাজার এলাকার মাসুদের ছেলে আরমান, দ্বীন ইসলামের ছেলে সিয়াম, নাছিরের ছেলে ইউনুস ও কাউসারের ছেলে তানভীর। হামলায় গুরুতর আহত শাহাদাত, সবুজ ও ফরহাদ জানান, স্থানীয় লক্ষ্মীপুর এলাকার সরদার বাড়ির সামনে ঐদিন একটি ওয়াজ মাহফিল ছিলো। আমরা তিনজন মিলে ওয়াজ মাহফিল থেকে রাত ৮টার দিকে রাস্তা সংক্ষেপ করার জন্যে বিলের মাঝখান দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ জামতলা এলাকার পূর্ব পাশে বালুর মাঠে সংঘবদ্ধ চক্রের সদস্যরা পেছন থেকে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা চিৎকার করলে পাশের বাড়ির কয়েকজন এসে আমাদেরকে উদ্ধার করে। ততক্ষণে সংঘবদ্ধ কিশোর গ্যাং আমাদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং শাহাদাতকে গুরুতরভাবে আঘাত করে। এতে তার একটি পা পুরোপুরি ভেঙ্গে দেয়। দুর্বৃত্তরা শাহাদাতকে পাশের ডোবায় নিয়ে তার মাথা কাদামাটির ভেতরে ঢুকিয়ে তাকে মেরে ফেলতে চায়। এছাড়া সবুজের মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে। ফরহাদকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। প্রত্যক্ষদর্শী আবু ইউছুফ জানান, আমরা সাড়ে ৭টা বা পৌনে ৮টার দিকে ঘরে চা এবং বিস্কুট খাচ্ছিলাম। এ সময় হঠাৎ বাইরে ডাক- চিৎকার শুনতে পাই। সাথে সাথে বাইরে আসলে দেখি, কিশোর বয়সের কিছু ছেলে এদিক-সেদিক দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে। আহত তিনজনের মধ্যে দুজনকে দেখি গুরুতর অবস্থায় পড়ে আছে। একজনের মাথায় বেশ কয়েকটি আঘাত এবং পুরো শরীরেই রক্ত। আর একজন একটু একটু কথা বলতে পারলেও তিনিও আহত অবস্থায় আছেন। এ সময় তারা বলেন, আমাদের সাথে শাহাদাত নামে আরেকজন আছে। তখন তাকে খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী ডোবায় কাদার মধ্যে মাথা ঢোকানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে তুলে এনে গরম পানি দিয়ে পরিষ্কার করা হয়। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেই। এ ঘটনার প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন বলেন, আমি মাহফিলে ছিলাম। বাড়ি থেকে আমাকে ফোন দিলে ঘটনাস্থলে এসে দেখি, তিনজনই গুরুতর অবস্থায়। পরে তাদের উদ্ধার করি এবং গরম পানি দিয়ে তাদেরকে পরিষ্কার করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেই। তখন ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাই। কিন্তু পুলিশ আসবে বলেও আর আসে না। শাহাদাত, সবুজ ও ফরহাদের বড়ো ভাই, মা এবং বাবা জানান, তারা অত্যন্ত অসহায় ও গরিব মানুষ। ঘটনার দিন শাহাদাত, সবুজ এবং ফরহাদ লক্ষ্মীপুর এলাকায় ওয়াজ শুনতে যায় । কিছুক্ষণ তারা ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পথে উপরোল্লিখিত সন্ত্রাসীরা তাদের সন্তানদের ওপর এভাবে নির্যাতন চালায়। তাদের সাথে থাকা দামি মোবাইল ও টাকা নিয়ে যায়। তারা উল্লেখিত সন্ত্রাসীদের কঠোর বিচার কামনা করেছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অসংখ্য মানুষ এই প্রতিনিধিকে জানান, এই কিশোর গ্যাংয়ের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। কোথাও কোনো কথা বলতে পারছি না। এরা প্রত্যেকেই আগে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলো। এদের অত্যাচারে এলাকার ছোট-বড় সবাই আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, লক্ষ্মীপুর এলাকার এই কিশোর গ্যাং কর্তৃক ঢাকায় একজনকে মেরে ফেলার খবর পেয়েছি। তারা এখন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের ভয়ে কেউ কথা বলতে পারছে না। আমি চেয়ারম্যান হিসেবে প্রশাসনিকভাবে এর ব্যবস্থা নেয়ার জন্যে অনুরোধ করবো। এদেরকে দমাতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, এরা ইতিপূর্বে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলো। আওয়ামী লীগের আমলের সেই পুরোনো দিনের অভ্যাস এখনও তাদের মাথা থেকে যাচ্ছে না। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, আমরা এখনো পর্যন্ত এই ঘটনার কোনো লিখিত অভিযোগ পাই না। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।