মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২১:২০

খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন

কামরুজ্জামান টুটুল
খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন
বাংলাদেশ খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দ।

বাংলাদেশ খেলাফত মজলিস হাজীগঞ্জ উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়েছে। ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন', ‘ধর্ম-বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত’ এই শ্লোগানকে সামনে রেখে হাজীগঞ্জে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান পাটওয়ারী। মাওলানা ফয়সাল আহমেদের সভাপ্রধানে ও মাওলানা মো. এহতেশামুল হকের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মুফতি মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মো. মোস্তাফিজুর রহমান ও মাওলানা মো. আব্দুর রহিম। শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মো. আব্দুর রাজ্জাক। এরপর স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ফয়সাল আহমেদ। বক্তব্য শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. এনায়েত উল্যাহ্ কাসেমী। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন করা হয়। এর মধ্যে উপজেলা সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা এহতেসামুল হক। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজির আহমেদ। পৌর শাখার সভাপতি হয়েছেন মাওলানা মো. মাহমুদুল হাসান শুভ, সাধারণ সম্পাদক মাওলানা মো. ওয়ালী উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. শরীফুল ইসলাম। এ সময় জেলা নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেন প্রধান অতিথি মাওলানা মো. হাবিবুর রহমান পাটওয়ারী। একই সময়ে তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে ও পাশে থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়