প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৪:০০
ফেনীতে কাতার আওয়ামী লীগের নেতাকে সংবর্ধনা, আলোচনা-সমালোচনার ঝড়
ফেনীতে চমক!
ফেনীতে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সরকারের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত এম সাখাওয়াত হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।
|আরো খবর
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সন্তান এম সাখাওয়াত হোসেন খান ২০২৩ সালে কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। প্রবাসী এ নেতা বিভিন্ন সময়ে দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করলেও ২০১৭ সালে চেক জালিয়াতির মামলায় কারাবাসের ঘটনা তাকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে।
সংবর্ধনা প্রসঙ্গে আলোকিত ফেনী ফাউন্ডেশনের কর্ণধার সাংবাদিক শাহাদাত হোসেন বলেন, “সাখাওয়াত তো কাউকে খুন করেনি। প্রবাসী মানুষ হিসেবে তিনি জেলার উপকার করবেন। এ কারণেই আমরা সংবর্ধনার আয়োজন করেছি। তিনি তেমন কোনো সমস্যার কারণ নন।”
জেলা প্রশাসকের বিব্রতকর অবস্থানসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি জানান, “আমি নতুন এসেছি, স্থানীয় কাউকে তেমন চিনি না। আয়োজক সাংবাদিক শাহাদাতের আমন্ত্রণে সেখানে উপস্থিত হই। কিন্তু পরে জানতে পারি সংবর্ধিত ব্যক্তির অতীত নিয়ে বিতর্ক আছে। এতে আমি হতভম্ব ও লজ্জিত। যারা এমন আয়োজন করেছে, দায় তাদের নিতে হবে।”
বিশিষ্টজনদের উপস্থিতিঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা, এবং ফেনী জেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি সামছুল করিম মজুমদারসহ অনেকে।
সমালোচনার ঝড়স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের একাংশ এ সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিতর্কিত অতীত থাকা সত্ত্বেও একজন ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া প্রশাসনের নিরপেক্ষতার প্রশ্ন তোলে।
ফেনীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান একদিকে আলোচনার বিষয়বস্তু হলেও, অন্যদিকে সমালোচনারও জন্ম দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে উপস্থাপন করা হলেও অনুষ্ঠানের সঙ্গে জড়িত কিছু বিশিষ্টজন তাদের অংশগ্রহণ নিয়ে বিব্রত।
শেষ কথাসিএমপি হিসেবে এম সাখাওয়াত হোসেন খান ফেনী জেলার জন্য একটি গর্বের বিষয় হলেও তার বিতর্কিত অতীত এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনে প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হওয়া সমালোচনা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকেই।