প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৫
আলহাজ্ব জসিম উদ্দিন শেখ: জাতীয় সমবায় আন্দোলনে নতুন দিগন্তের অগ্রপথিক
জাতীয় সমবায়ের নতুন নক্ষত্র
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব জসিম উদ্দিন শেখের নির্বাচিত হওয়া দেশের সমবায় আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে সফলতার নজির রেখে এসেছেন। এবার তিনি দেশের সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার অঙ্গীকার নিয়ে এই নতুন দায়িত্বে আসীন হয়েছেন।
|আরো খবর
গত ২ জানুয়ারি ২০২৫, ঢাকার বাংলাদেশ সমবায় ব্যাংক ভবনের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। জসিম উদ্দিন শেখের অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে সমবায় প্রতিনিধিরা তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেন।
ব্যক্তিগত পরিচিতি ও কাজের সাফল্য:জসিম উদ্দিন শেখ দীর্ঘদিন ধরে সমবায় আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সমবায়ী চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতৃত্ব দিয়েছেন দক্ষতার সঙ্গে। তার উদ্যোগে অসংখ্য শিক্ষিত বেকার যুবকের জীবনে অর্থনৈতিক স্বচ্ছলতা এসেছে।
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য হিসেবে তিনি সাংবাদিকতা এবং সমাজসেবার মাধ্যমে স্থানীয় উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণে তার উদ্যোগ চাঁদপুরে ব্যাপকভাবে প্রশংসিত।
নবনির্বাচিত সাধারণ সম্পাদকের পরিকল্পনা:জসিম উদ্দিন শেখ বলেন, “সমবায় আন্দোলন কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। দেশের প্রতিটি প্রান্তে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। আমি এই পদ থেকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হবে সমবায়ীদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের আর্থিক সুরক্ষা প্রদান।”
সমবায় আন্দোলনে নতুন আশা:জসিম উদ্দিন শেখের নির্বাচনের মাধ্যমে চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সমবায়ী নেতারা নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছেন। তার নেতৃত্বে জাতীয় সমবায় ইউনিয়ন একটি আধুনিক, স্বচ্ছ এবং গতিশীল প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
সমবায়ের নীতিমালা আধুনিকীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সমবায়ীদের মাঝে প্রযুক্তি ব্যবহারের প্রসার তার মূল লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম।
চাঁদপুরে আনন্দের জোয়ার:তার বিজয়ে চাঁদপুরের সমবায় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ আনন্দে মেতে উঠেছে। স্থানীয় সমবায় নেতারা বলেন, “আমাদের প্রতিনিধি জাতীয় পর্যায়ে দায়িত্ব নেওয়ায় আমরা গর্বিত। জসিম উদ্দিন শেখের নেতৃত্বে দেশের সমবায় আন্দোলনে নতুন দিগন্তের সূচনা হবে।”
উপসংহার:আলহাজ্ব জসিম উদ্দিন শেখের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ সমবায় খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তার অভিজ্ঞতা, দূরদর্শিতা এবং কর্মস্পৃহা বাংলাদেশের সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সবাই।