শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:৩৩

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

বিএনপির ভ্রুণ হলো ছাত্রদল, ছাত্রদলের বটবৃক্ষ হলেন খালেদা জিয়া : মোস্তফা খান সফরী

গোলাম মোস্তফা
বিএনপির ভ্রুণ হলো ছাত্রদল, ছাত্রদলের বটবৃক্ষ হলেন খালেদা জিয়া : মোস্তফা খান সফরী
মুন্সীরহাট বাজারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য ও কেক কাটেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তফা খান সফরী

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, বিএনপির ভ্রুণ হলো জাতীয়তাবাদী ছাত্রদল। আর জাতীয়তাবাদী ছাত্রদলের বটবৃক্ষ হচ্ছেন আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে হত্যার মধ্য দিয়ে তৎকালীন অবৈধ সরকারের লোভ-লালসায় পড়ে বিএনপির সে সময়কার বেশ কিছু নেতা নিজেদের ফায়দা লুটার জন্যে দল ছেড়ে চলে যান। তৎকালীন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিছুটা বেকায়দায় পড়ে যায়। দলের রাজনীতিতে স্থবিরতা দেখা দিলে বেগম খালেদা জিয়া সেদিন রাজপথে নেমে দলের হাল ধরেন। সেই সময় নেত্রীর পাশে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন নেতৃবৃন্দই ছিলেন। তারা পাশে থেকে আজকের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। তিনি আরো বলেন, আজকে বিএনপির সিনিয়র নেতা কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, এদের অধিকাংশই ছাত্রদলের সাবেক নেতা। এমনকি দলের কেন্দ্রীয় সিনিয়র অনেক নেতা এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, তাদের অনেকেই ছাত্রদলের সাবেক নেতা। অতএব ছাত্রদলের নেতৃত্বে যারা থাকেন এবং ভবিষ্যতে থাকবেন, তাদেরকে অবশ্যই মেধাবী ও গুণগতভাবে যোগ্যতাসম্পন্ন হতে হবে। তাই ছাত্রদলের বিগতদিনের যে ঐতিহ্য রয়েছে সেটিকে অবশ্যই অক্ষুণ্ণ রেখে সাংগঠনিকভাবে ছাত্রদলকে এগিয়ে নিতে হবে। ছাত্রদলের মেধাবী নেতৃত্বের কারণে সারাদেশে ছাত্রদলের নেতাদের বলা হয় সোনালি অর্জন। এটি ধরে রাখতে হবে, দেশের গণতন্ত্র সুসংহত রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলের মনোনীত প্রার্থীকে তথা ধানের শীষের প্রতীককে বিজয়ী করে আগামীতে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় আনতে হবে। জনাব মোস্তফা খান সফরী বুধবার (১ জানুয়ারি ২০২৫) বিকেলে মুন্সীরহাট বাজারে প্রাইমারি স্কুল মাঠে মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম এবং সদস্য রাশেদ মিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা অ্যাড. এএইচএম আশ্রাফুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা নজরুল ইসলাম নয়ন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন শাওন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাছানাত, জেলা ছাত্রদলের সাবেক নেতা বশির পারভেজ, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিল হাজরা, মতলব দক্ষিণ পৌর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি জিহাদ প্রধান প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা শেষে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের সমন্বয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়