প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৩:৩১
মুকুন্দসার নূরানীয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন
হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকুন্দসার (মমিনপুর) নূরানীয়া হাফেজীয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন এবং ছাত্রদের নতুন ছবক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি ২০২৫) আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডন প্রবাসী কাজী জাহিদুল ইসলাম জিলনের সার্বিক তত্ত্বাবধানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতি ঘটে। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক কাজী আবুল হাছানাত বাদল, ইউপি সদস্য মিজানুর রহমান, কাজী নজরুল ইসলাম, কাজী সাইফুল, সৌদি প্রবাসী জসিম প্রধানিয়া, মোশাররফ পাটোয়ারী, মাদ্রাসার প্রধান শিক্ষক মুকবল খান, দুলাল প্রধানিয়া, শাহজালাল শেখ, জাকির শেখ, নান্নু শেখ, আবদুল কাদির সরকার, আল আমিন শেখ, আবু সাঈদ শেখ প্রমুখ।