রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০:০২

হাজী লোকমান পাবলিক স্কুলে বই বিতরণ

অনলাইন ডেস্ক
হাজী লোকমান পাবলিক স্কুলে  বই বিতরণ
হাজী লোকমান পাবলিক স্কুলে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত

বুধবার (১ জানুয়ারি ২০২৫) দুপুর ১২ টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা এবং নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) রাজিব কুমার দাস, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস ও সহকারী শিক্ষা অফিসার মানসুর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অনুপমা, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, স্কুলটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।

বিদ্যালয়ের শিক্ষিকা মিম আক্তারের পরিচালনায় ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র হাসিব আক্তারের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং স্মৃতিস্বরূপ কিছু উপহার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়