শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২২:০৮

সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শাহরাস্তিতে ছাত্রদলের দুই গ্রুপের পৃথক র‍্যালি

মো. মঈনুল ইসলাম কাজল
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শাহরাস্তিতে ছাত্রদলের দুই গ্রুপের পৃথক র‍্যালি
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোস্তফা কামালের নেতৃত্বে র‍্যালিটি অতিক্রম করছে, এসময় তাদেরকে স্বাগত জানান ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে অপেক্ষমান থাকা আরেকটি র‍্যালি।

সম্প্রীতি ও রাজনৈতিক সহাবস্থানের অনন্য দৃষ্টান্ত শাহরাস্তির রাজনৈতিক অঙ্গনে আবারো শান্তিপূর্ণ পরিবেশ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জানান দিলো জাতীয়তাবাদী ছাত্রদল। দু গ্রুপ পৃথকভবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে দুপক্ষের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে আরেকটি র‍্যালি ঠাকুর বাজার থেকে শুরু করার জন্যে প্রস্তুতি গ্রহণ করে। শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়রের নেতৃত্বে র‍্যালি শুরু হওয়ার সংবাদ পেয়ে ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বের র‍্যালিটি অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অপেক্ষমান র‍্যালিটিকে অতিক্রম করতে থাকে মোস্তফা কামালের নেতৃত্ব দেয়া র‍্যালিটি। এ সময় একে অপরকে করতালি দিয়ে স্বাগত জানান। ছাত্রদলের নেতা-কর্মীরা হাতে হাত রেখে নিরাপত্তার প্রাচীর তৈরি করে। এ সময় শাহরাস্তি থানা পুলিশের সতর্ক উপস্থিতি থাকলেও ছাত্রদলের কর্মীরা নিজেদের নিরাপত্তায় ছিলো সোচ্চার। মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি অতিক্রম করে চলে গেলে সাথে সাথে ফারুক হোসেন মিয়াজীর নেতৃত্বে আরেকটি র‍্যালি শুরু হয়। এই র‍্যালিটির গন্তব্য ছিলো উপজেলা সদর। মোস্তফা কামালের র‍্যালিটিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ছবি ও ব্যানার দেখা যায়। অপরদিকে ফারুক হোসেন মিয়াজীর র‍্যালিতে বিএনপির নেতা ব্যারিস্টার কামাল হোসেনের ছবি সম্বলিত ব্যানার শোভা পায়। উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজকের আয়োজনের প্রতি সম্মান জানিয়ে একদিন পিছিয়ে ছাত্রদলের আরেকটি আয়োজন বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৪) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উপস্থিত অনেকেই ছাত্রদলের এ আয়োজন ও পারস্পরিক সম্পর্ক দেখে মুগ্ধ হয়েছেন। রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে আগামীতে সকল কর্মসূচি পালিত হবে-- এটাই সকলের প্রত্যাশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়