প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৩৭
কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
কচুয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ এলাকায় বর্ণাঢ্য ওয়াকাথন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, ওসি এম আবদুল হালিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্লাহ প্রমুখ। মুক্ত আড্ডায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মেসবাহউদ্দিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারসহ বিভিন্ন এনজির কর্মীগণ উপস্থিত ছিলেন।