রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:১১

সমাজসেবা দিবসে ওয়াকাথন ও মুক্ত আড্ডায় ইউএনও, ফরিদগঞ্জ

সেবা যত বেশি দিতে পারবো, তত সমাজে উন্নয়ন ঘটবে

সেবা যত বেশি দিতে পারবো, তত সমাজে উন্নয়ন ঘটবে
ফরিদগঞ্জ ব্যুরো

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বর্ণাঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওয়াকাথনটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পরিভ্রমণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় আয়োজিত মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবা সংগঠনের মাহমুদুল হাসান প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও সুলতানা রাজিয়া বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় সেবার কাজটি বৃহৎ পরিসরে রয়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি বা দল এমনকি ব্যক্তিগত উদ্যোগে অনেকেই সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন। এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তর সরকারি সকল ধরনের সহযোগিতা দিয়ে থাকে। জনবল স্বল্পতা সত্ত্বেও সমাজসেবার কর্মীরা সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের সেবা দিয়ে চলছে। আমাদের মনে রাখতে হবে যে, যত বেশি সেবা দিতে পাবরো, তত সমাজে উন্নয়ন বেশি ঘটবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়