প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ছাত্রদলের একাংশের কর্মসূচি পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) রাতে চাঁদপুর শহরের বিপণীবাগে হ্যাংআউট চাইনিজ রেস্টুরেন্টে উল্লেখিত কর্মসূচি পালিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ রিয়াজ , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসনাত, জেলা যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ। পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুকুমার রায়ের সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ জনির পরিচালনায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা পিন্টু খান, সোহাগ বকাউল, নূর মোহাম্মদ দেওয়ান, উজ্জ্বল খালাসীসহ অন্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস সাহাদাৎ ওয়াসিম পাটোয়ারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের স্বার্থে বিএনপির প্রতিষ্ঠা করেছেন। এর পরপরই তিনি দেশের কল্যাণে বিশ্বের মধ্যে মেধাবী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ার লক্ষ্যে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের যাত্রা শুরু করেন বা প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, আমরা চাঁদপুরবাসী গর্বিত ছাত্রদলের প্রতিষ্ঠাতা ২১ সদস্যের মধ্যে এই চাঁদপুরের ৩ জন ছিলেন। তন্মধ্যে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আ.ন.ম. এহসানুল হক মিলন ও চাঁদপুরের প্রবীণ বিএনপি নেতা অ্যাড. ইকবাল-বিন- বাশারের নাম উল্লেখযোগ্য । তিনি ছাত্রদলের নেতৃত্বের বিষয়ে বলেন, যারা কলেজ -বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী তাদের নেতৃত্বে ছাত্রদল কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত চলছে ও চলবে। ছাত্র রাজনীতিতে আদু ভাইয়েরা নেতৃত্ব দিতে পারবে না। তিনি বলেন, ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে যারা বিএনপির রাজনীতি করে তারা কখনোই কোনোদিন কোনো লোভ লালসার রাজনীতি করে না। রাজনীতির মাঠে সাবেক ছাত্র নেতারা আপোষহীন লড়াই সংগ্রাম করে। সকল গণতান্ত্রিক আন্দোলন ও দেশের জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনে ছাত্রদলের বিগত দিনের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। তাই আগামীতেও ছাত্র দলের মেধাবী এবং সৎ ছাত্র নেতৃত্বের মধ্য দিয়ে বিএনপি এগিয়ে যাবে--এই প্রত্যাশা করছি। আলোচনা সভা শেষে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের একাংশের উদ্যোগ কেক কাটা হয়।