শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ২০:০৭

গভীর রাতে গ্যাস পাইপে বিস্ফোরণ : আতঙ্কে চাঁদপুর

অনলাইন ডেস্ক
গভীর রাতে গ্যাস পাইপে বিস্ফোরণ : আতঙ্কে চাঁদপুর
চাঁদপুর শহরের আদালত পাড়ায় গৌরাঙ্গ সাহার বাসায় গ্যাসের এই পাইপটি ভেঙ্গে প্রবলবেগে গ্যাস বের হলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।

তখন রাত প্রায় দেড়টা। শীতের রাত। মানুষ সব গভীর ঘুমে। আর এ সময়ই হলে গ্যাস বিস্ফোরণ। প্রথমে কিছুটা শব্দ হয়ে গ্যাস বের হতে থাকে। সেকেন্ডেই শব্দ এবং গ্যাস বের হওয়ার পরিমাণ বাড়তে থাকে। পাঁচ মিনিটের মাথায় বিকট শব্দে গ্যাস অনবরত বের হতে থাকে। এমন শব্দ! পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। শত শত নারী পুরুষ সব বাসা বাড়ি থেকে রাস্তায় বের হয়ে যায়। এমন ভয়ানক ঘটনা চাঁদপুর শহরের নতুন বাজারস্থ পুরাণ আদালত পাড়ায়। মঙ্গলবার দিবাগত রাত (১ জানুয়ারি ২০২৫) দেড়টার দিকে আদালত পাড়ার পূর্ব দিকে রাস্তার সাথে লাগোয়া গৌরাঙ্গ সাহার বাসায় এ ঘটনা ঘটে। প্রথমে অনবরত কিছু একটা নির্গত হওয়ার শব্দ শুনে মানুষের ঘুম ভেঙে যায়। মুহূর্তে যখন শব্দের গতি বাড়তে থাকে এবং প্রবলবেগে নির্গত হতে থাকে, তখন মানুষ রাস্তায় বের হয়ে বুঝতে পারে এটা গ্যাস বিস্ফোরণ। কোথা থেকে এই গ্যাস বের হচ্ছে সেটাও এলাকাবাসী শনাক্ত করে ফেলে। স্থানীয় লোকজন চাঁদপুর বাখরাবাদ গ্যাস অফিসের ম্যানেজার, ফায়ার সার্ভিস এবং নতুন বাজার ফাঁড়িতে ফোন দেয়। বাখরাবাদ গ্যাস, চাঁদপুর অফিসের ম্যানেজার তখন তাঁর অফিসের দায়িত্বশীল একজনের মোবাইল নাম্বার দেন তার সাথে যোগাযোগ করার জন্যে। তাকে ফোন দিলে তিনি জানান, পুরাণবাজারেও একই ঘটনা ঘটেছে। তিনি সেখানে কাজ শেষ করেই আদালত পাড়ায় চলে আসবেন। এদিকে গ্যাস নির্গত হওয়ার পরিমাণ বাড়তে থাকায় মানুষের মাঝে খুবই আতঙ্ক বেড়ে যায়। রাত ২টার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। যদিও এটি তাদের কাজ নয়। কিছুক্ষণ পর আল-আমিন নামে গ্যাস অফিসের একজন স্টাফ আসেন। তিনি এসে যেখান থেকে গ্যাস বের হচ্ছে সেখানে গিয়ে গ্যাস রাইজারের চাবি বন্ধ করে দেন। সাথে সাথেই গ্যাস নির্গমন বন্ধ হয়ে যায়। এরপর কাছাকাছি গিয়ে দেখা গেছে, গ্যাস রাইজারের গোড়ায় পাইপ ভেঙ্গে আলাদা হয়ে গেছে। আর তখন থেকেই গ্যাস বের হচ্ছিল। গতকাল বুধবার বাখরাবাদ গ্যাস অফিসের ম্যানেজারের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, সে রাতে প্রায় একই সময়ে চাঁদপুর শহরের তিন জায়গায় এমন ঘটনা ঘটে। কী কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত করে জানা যাবে বলে তিনি জানান। তবে তিনি বলেন, গ্যাসের অতিরিক্ত চাপের কারণেও এমন ঘটনা ঘটতে পারে। রাতে আমি গ্যাসের চাপ কমিয়ে দিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়