প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:১৫
মতলবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ছাত্রদলের মিছিল
মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল শনিবার (৪ জানুয়ারি ২০২৪) সকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পৌর এলাকায় মিছিল করেছে। মিছিলটি মতলব পূর্ব বাজার থেকে শুরু হয়ে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সমাপ্ত হয়। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সরকার, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল প্রধান, যুবদল নেতা আউয়াল ফরাজী, নূর মোহাম্মদ নিয়াজী, বিল্লাল মুন্সী, রুবেল প্রধান, জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক রাকিব, ছাত্রদল নেতা নাসিম, হাবিব, এরফান, সাইমন, মাহতাব, রবিউল পাঠান, আরমান, মুহিন, হৃদয়, নাঈম প্রমুখ। মিছিলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।