প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
শ্রীনগরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহ: জনজীবন বিপর্যস্ত, সহায়তা প্রয়োজন
শ্রীনগর কাঁপছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে মানুষের জীবনযাত্রা চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সারা দেশের মতো এখানেও কুয়াশাচ্ছন্ন সকাল, শৈত্যপ্রবাহ, আর কনকনে ঠাণ্ডা মানুষের দৈনন্দিন কাজে ব্যাপক প্রভাব ফেলছে।
|আরো খবর
ঢাকা-দোহার মহাসড়কের পাশের দোকানিদের কাছে দেখা গেল অগ্নিকুণ্ড জ্বালিয়ে শীত নিবারণের চিত্র। জামাল নামে এক দোকানদার বলেন, “আমার দোকানের সামনে কাঠখড় জ্বালিয়ে শরীর গরম রাখার চেষ্টা করছি। এমন ঠাণ্ডা আগে কখনো দেখিনি।"
শীতের প্রকোপ এতটাই বেশি যে, শীতকালীন পোশাক পরেও দারুল কুরআন মাদ্রাসার ছাত্র শাহীন ও সাজ্জাদ আগুন পোহাতে বাধ্য হয়েছেন। তারা জানালেন, "ক্লাসে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আগুন পোহানো ছাড়া কোনো উপায় নেই।"
রাস্তায় ফাঁকা জনসমাগম, কমছে আয়রিকশা ও অটোরিকশা চালকেরা জানিয়েছেন, শীতের কারণে যাত্রী সংখ্যা অনেক কম। হাবিব ভূঁইয়া নামে এক অটোরিকশা চালক বলেন, “সারাদিন যাত্রী নেই। মালিকের ভাড়া আজ দিতে পারব না। এত কম যাত্রী আগে কখনো দেখিনি।"
কৃষি ও দিনমজুরদের বিপর্যয়শ্রীনগরের কৃষক ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কৃষক শামসুল আলম বলেন, “জমিতে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু শীতের কারণে হাত-পা জমে গেছে। আজ কোনো কাজ করতে পারিনি।" দিনমজুর দ্বীন ইসলাম জানান, "কাজের অভাবে আজ পরিবারের জন্য খাবার জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে।"
ব্যবসায়ীদের দুর্দশাশীতের প্রকোপে বাজার ও দোকানগুলোতে ক্রেতার সংখ্যা প্রায় নেই বললেই চলে। স্থানীয় দোকানদাররা জানিয়েছেন, "ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম।"
সহায়তা জরুরিশ্রীনগরের মানুষের এ দুর্দশার চিত্র দেখে স্থানীয় বাসিন্দারা সরকারের কাছে দ্রুত শীতবস্ত্র এবং ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন। বিশেষ করে দরিদ্র ও দিনমজুর শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।
শ্রীনগরের এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং মানবিক সহায়তা।