বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ০০:৩৭

শ্রীনগরে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত: কর্মহীন দিনমজুর, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত: কর্মহীন দিনমজুর, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংকট

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মৌসুমি নিম্নচাপের প্রভাবে ২৯ মে, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কখনো ভারী বৃষ্টি, কখনো দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় জনজীবনে নেমে আসে স্থবিরতা। ঘরবন্দি হয়ে পড়েন হাজারো শ্রমজীবী মানুষ।

দিনমজুর, রিকশাচালক, ব্যাটারিচালিত অটোরিকশা চালক, নির্মাণশ্রমিক থেকে শুরু করে কৃষকেরাও পড়েন চরম দুর্ভোগে।

যারা খুব ভোরে কাজে বেরিয়েছিলেন, তারা ঝড় শুরু হতেই ফিরে যেতে বাধ্য হন।

"প্রতিদিন রাস্তায় না নামলে পেট চলে না। আজ বের হয়েছিলাম, ঝড় দেখে আবার ফিরে এলাম," বলেন মো. রফিক, এক রিকশাচালক।

এই বৈরী আবহাওয়ায় দিনটি কীভাবে চলবে তা নিয়ে হতাশা প্রকাশ করেন অধিকাংশ খেটে খাওয়া মানুষ। কেউ কেউ বাজারে গেলেও কাজ না পেয়ে খালি হাতে ফিরে আসেন।

প্রভাব পড়ে শিক্ষাক্ষেত্রেও। উপজেলা সদরের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনগুলো খোলা থাকলেও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল আশঙ্কাজনকভাবে কম।

দিনের বেশিরভাগ সময়জুড়ে বৃষ্টিপাতের ফলে শ্রীনগরের রাস্তাঘাট ছিল ফাঁকা ও প্রায় জনশূন্য।

বাজারঘাট খোলা থাকলেও ক্রেতাশূন্য অবস্থায় অধিকাংশ দোকানদার অল্প সময়েই দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান।

জেলেরা জাল নিয়ে নদীতে নামতে পারেননি। "জলে ঝড়ের ভয়, জাল ফেলতে সাহস পাচ্ছি না," বলেন শ্রীনগরের এক জেলে হাফিজুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের এই প্রভাব আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

এই পরিস্থিতিতে স্থানীয় জনজীবন আরও দুর্ভোগে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়