প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৮:৩৪
উত্তরা দিয়াবাড়ির বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাম্প্রতিক উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার বাদ আছর, শ্রীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে, যা ডাকবাংলো জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ আছলাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত ও মোঃ জাকির লস্কর, বিক্রমপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক ও সিএনএন প্রতিনিধি মেহেদী সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমিন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়, যাতে সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। বক্তারা বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতিকে মর্মাহত করেছে, এবং দায়ীদের যথাযথ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা প্রয়োজন।
ডিসিকে/এমজেডএইচ