প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০১:১১
গ্রাম্য চিকিৎসক কর্তৃক রোগীর শ্লীলতাহানির চেষ্টা
ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে নারী রোগীর ওপর অমানবিক আচরণের অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের উত্তর মাথার পশ্চিম গলিতে আরএমপি চিকিৎসক সুশীল শীল কর্তৃক এক নারী রোগীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
জানা যায়, ২২ জুলাই ২০২৫ (মঙ্গলবার) ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যান এক নারী। রোগীর সমস্যার কথা শোনার পর সুশীল শীল তাকে ফার্মেসির ভেতরে পেছনে নিয়ে যান এবং ইনজেকশন দেওয়ার কথা বলেন।
পরে অভিযুক্ত চিকিৎসক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। ধস্তাধস্তির একপর্যায়ে বাইরে উপস্থিত কয়েকজন লোক ঘটনাস্থলে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন।
ঘটনার খবর সারা বাজারে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সুশীল শীলকে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং সেখানে বসে স্থানীয়ভাবে সমাধান করা হয়।
এ বিষয়ে সুশীল শীল বলেন, "আমার কাছে রোগী এসেছিল এটা ঠিক। আমাকে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়, তবে কিছু প্রমাণ মেলেনি।"
স্থানীয় সূত্রে জানা যায়, সুশীল শীল দীর্ঘদিন যাবৎ গ্রাম্য চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত থাকলেও ইতিপূর্বেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে গুঞ্জন রয়েছে।
নারী রোগীর প্রতি এমন আচরণে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। সচেতন নাগরিকরা বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ডিসিকে/এমজেডএইচ