প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬
দক্ষিণ সুরমা থানায় ধৃত দুই তরুণী
কী অভিযোগে গ্রেফতার করা হলো?
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমার হোটেল সাগর রেস্ট হাউজের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে এবং দুই তরুণীকে আটক করে। তাদের বিরুদ্ধে হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আটককৃতদের সোমবার (৩০ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। এই ঘটনা সিলেট অঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, এবং পুলিশি তদন্ত চলছে।