বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

জাহাজে ৭ খুন : বেরিয়ে এলো ইরফানের ডিম খিচুড়ি খাওয়া ও নতুন জামার তথ্য

স্টাফ রিপোর্টার
জাহাজে ৭ খুন : বেরিয়ে এলো ইরফানের ডিম খিচুড়ি খাওয়া ও নতুন জামার তথ্য

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের দায়ে আটক মো. ইরফান খুন করে যাওয়ার সময় নতুন জামা কিনে তা পরে ডিম খিচুড়ি খেয়েছিলেন।

৩০ ডিসেম্বর সোমবার রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিক। তিনি বলেন, আমরা ইরফানের দেয়া তথ্য মতে ঘটনার সাথে সম্পৃক্ত সকল স্থানসহ সব কিছুই উদঘাটন করছি। রিমান্ড চলছে এবং রিমান্ড শেষেই সব জানানো হবে।

এদিন রাত ৯টায় নৌপুলিশ ইরফানকে গাড়ি করে নিয়ে আসেন চাঁদপুর পৌরসভা রোডে। সেখানে সে যে দোকানে ডিম খিচুড়ি খান এবং নতুন জামা কেনে তা দেখিয়ে দেন। এ সময় ইরফানকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে গেলে নৌপুলিশ প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে ইরফানকে গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করে।

এ বিষয়ে রাস্তার পাশের হক বিরিয়ানি দোকানের মালিক মো. সবুজ বলেন, এই ছেলেটি এসে বলে, কম দামে কী পাওয়া যায়? আমি বললাম, ৫০টাকা দিয়ে আমার দোকানে ডিম খিচুড়ি রয়েছে। পরে সে সেটি খেতে চাইলে আমি সুন্দর মতো প্লেটে বেড়ে দেই। কিন্তু তখন বুঝতে পারিনি এই ছেলেই এতো বড়ো খুনের ঘটনা ঘটিয়ে এসেছে।

এ সময় জনতা ক্লথ স্টোরের মালিক মো. মাসুদ মিয়া বলেন, শীতে কাতরাতে কাতরাতে এই ছেলে এসে একটি জ্যাকেট কিনতে চায়। পরে ৯৩০ টাকা দিয়ে আমার দোকান থেকে সে জ্যাকেটটি ক্রয় করে। ধরা পড়ার সময়ও আমার দোকানের জ্যাকেটটিই তার গায়ে ছিলো। কিন্তু সে যে এতো বড়ো ঘটনা ঘটিয়ে এসেছিলো তা বুঝিনি।

এর আগে ২৫ ডিসেম্বর র‍্যাবের হাতে আটক হয় ইরফান। ওই দিন বিকেলে আদালতে সোপর্দ করলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর হলে সে হিসেবে আজ রিমান্ডের ৫ম দিন চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়