বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে মুক্তিপণের জন্য অপহরণ ও অশ্লীল ভিডিও তৈরি: নারী সদস্য গ্রেফতার
  •   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, আহত ২০
  •   তারেক রহমানের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে একযোগে কাজ করার আহ্বান
  •   নববর্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আতশবাজি ও পটকার শব্দে কম্পিত রাজধানী
  •   চাঁদপুর শহরে গ্যাস লাইনে ফাটল: বিপদজনক পরিস্থিতি, রাস্তায় আতঙ্কিত জনতা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৯

মেঘনায় বালুখেকোদের রুখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

তিন ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩

মো. মিজানুর রহমান
তিন ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৩
মতলব উত্তরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে আটক অবৈধভাবে বালু উত্তোলনকারী ১৩ জন।

চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে চুরি করে বালু কেটে বিক্রির ঘটনা ঘটেই চলছে। নৌ পুলিশ নিশ্চুপ। তারা যেনো কিছুই দেখছে না। তবে সরব রয়েছে কোস্ট গার্ড। বালুখেকোদের পাকড়াও করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রুখতে কোস্ট গার্ড যেনো আপসহীন। নদীতে বালুখেকোদের দুর্বৃত্তপনা দেখলেই কোস্ট গার্ড সেখানে হানা দিচ্ছে। পর পর কোস্ট গার্ডের কয়েকটি অভিযান তা-ই জানান দিচ্ছে। দুদিন আগে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার, বাল্কহেড ও স্পীডবোটসহ ২৮জন আটক হওয়ার পরও নদীতে দুর্বৃত্তরা থেমে যায়নি। তারা আবারো অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকে। কোস্ট গার্ডও বসে নেই। তাদের টহল অব্যাহত রেখেছে। রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্ট গার্ডের অভিযানে ২টি ড্রেজার এবং ১টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। কোস্ট গার্ড থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ ডিসেম্বর রোববার দুপুর ১টা হতে বিকেল ৩টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মতলব উত্তরের বেলতলী বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার এবং ১টি বাল্কহেডসহ ১৩ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং আটককৃত ব্যক্তিদের বেলতলী নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়