বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শ্রীনগর কাঁপছে
  •   হাজীগঞ্জে সাদপন্থীদের বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
  •   অবক্ষয়ের কারণে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে চলছে
  •   মুন্সিগঞ্জে মানবতার স্পর্শ
  •   স্বপ্নের বই হাতে পেয়ে আনন্দে ফেটে পড়ল চাঁদপুরের শিক্ষার্থীরা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০:৪৫

প্রান্তিক এলাকায় সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে : মুনতাসির আহমেদ

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চৌধুরী ইয়াসিন ইকরাম
জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ। তিনি তাঁর বক্তব্যে লিগ্যাল এইডের মাধ্যমে যে প্রান্তিক এলাকায় সর্বোচ্চ সেবা প্রদান করা হয় সে তথ্য তুলে ধরেন। তিনি বলেন, প্রান্তিক এলাকায় লিগ্যাল এইডের সেবা প্রদান করা হচ্ছে। লিগ্যাল এইডের কার্যক্রম স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে যাতে ছড়িয়ে পড়ে সে রকম পদক্ষেপ নিতে হবে।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সারোয়ার জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, এনডিসি আসাদুজ্জামান সরকার, জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন জেল সুপারসহ সংস্থার প্যানেল আইনজীবী।

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়